সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৪:২৩ সময়
ছবি,আক্তার সরকার ,যুবলীগ নেতা
শেখ রাজীব হাসান,গাজীপুর থেকে
করোনা ভাইরাস আতংকে দেশের সাধারণ মানুষের মাঝে যখন অভাবনীয় অবস্থা দেখা দিয়েছে ঠিক সে সময় যুবলীগের পরিশ্রমী নেতা ও আধার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার সরকার নিজস্ব উদ্যোগে গরীব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা পুরিস্থিতি শুরু হওয়ার পরপরই গত ২৫শে মার্চ থেকে শুরু করে এপর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ৬৮ ধাপে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে খাদ্য, স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন যুবলীগের ত্যাগী আক্তার সরকার। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে আক্তার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় তার প্রিয় ব্যাবসা প্রতিষ্ঠান থেকে উপার্জিত জমানো অর্থ থেকে ১৭লক্ষ ২৫০০০ টাকার ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া তিনি নিজ অর্থায়নে ৫০০০ পিছ মাক্স, ২৮০০ প্যাকেট বিলিছিন পাউডার, ৫৬৮ বোতল লিকুইট হ্যান্ড ওয়াস ও মাজারি সাইজের স্প্রে মেশিনসহ প্রায় দুই হাজারের অধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়াও সমগ্র রমজান মাস গরীব অসহায় মুসল্লীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছিলেন।
আক্তার সরকার বলেন, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ স্যারের আদর্শ বুকে ধারণ করে গাজীপুরে রাজনীতি করি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধার। করোনা ভাইরাসের মহামারী অবস্থায় অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার বাবা তার মুক্তিযোদ্ধা ভাতার জমানো টাকা থেকে ১ লক্ষ টাকা দিয়ে বলেছেন একাত্তরে যুদ্ধ করেছি দেশের মানুষের জন্য। এই মহামারিতে আমার দেশের মানুষের জন্য কিছু করতে পারছি না এটা আমার জন্য খুবই কষ্টের তবে আমার এই জমানো টাকা দিয়ে যদি একজনও অসহায় মানুষের উপকার আসে আমার খুব ভালো লাগবে। দেশ ও মানুষের প্রতি বাবার ভালোবাসা ও টান দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তবে বাবার দেখানো পথ ও গাজীপুরের মাটি ও মানুষের নেতা, আমার আইডল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আ হসান রাসেল এমপি’র দিকনির্দেশনায় এবং গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো: কামরুল আহসান সরকার রাসেলের পরামর্শে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। টঙ্গী ছাড়াও পরিচিত লোকজনের মাধ্যমে বিভিন্ন জেলার অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও বিকাশের মাধ্যমে টাকা দিয়েছি। আমার দেশের মানুষ ভালো নেই এটা শুনতেই আমার শরীর কেপে উঠে। দেশের অবস্থা যেমনি হোক অসহায় মানুষের পাশে যখন দাঁড়িয়েছি যতদিন বেচে আছি গরীব অসহায়দের জন্য কিছু করার চেষ্টা করবো। তবে সকলের কাছে অনুরোধ করবো করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বৃত্তবানরা এগিয়ে আসার আহ্বান জানাই।